• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২৪, ১৪:২৯
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার সময় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত একজন নিখোঁজ আছেন।

শুক্রবার (২৬ জুলাই) সকালে টেকনাফের সেন্ট মার্টিন পশ্চিম বিচে দুইজনের মরদেহ ভেসে ওঠে।

নিহতরা হলেন- সেন্টমার্টিন পশ্চিম কোনারপাড়ার মৃত আজম আলীর ছেলে মো. ফাহাদ (২৮) ও মো. ঈসমাইল (২৭)। এখনো সৈকত নামে একজন নিখোঁজ আছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিন পশ্চিম বিচে দুইজনের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। ফাহাদ ও ঈসমাইলের স্বজনরা পরিচয় শনাক্ত করেছে। নিখোঁজ সৈকতের সন্ধান এখনো মেলেনি। তারা সবাই সেন্ট মার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দা।

সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিনের সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওনা হয়। ট্রলারটিতে ছয় জেলের সঙ্গে ১২ যাত্রী ওঠেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার