• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৪:২৯
ফাইল ছবি

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুকুরে ডুবে সিয়াম হোসেন (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার শিতলী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সিয়াম কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সে মিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় সিয়াম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বেলা ৩টার সময় তাকে ক্লাসে না পেয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্র মিলে ওই পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে আজ সকালে ওই পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
শৈলকুপায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০