নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৬ জুলাই) রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
শনিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ির সামনে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যান। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটরসাইকেলসহ ৫ জনকে পুলিশ আটক করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার মো. মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মো. আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো. শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা (২৫)।
পুলিশ জানায়, আসামিরা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘এলাকার গরুচুরি ও নানা ধরনের ডাকাতির কাজে আসামিরা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।’
মন্তব্য করুন