কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (২৭ জুলাই) দুপুরে শহরের শাপলা চত্বরের কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম লালন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সোহান, কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোয়ার হোসেন রনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত, আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন