• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নরসিংদী কারাগার থেকে পলাতক কয়েদি ভৈরবে গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ০৯:১৬
ছবি : সংগৃহীত

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া নবী হোসেন (৪৮) নামে এক কয়েদিকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৭ জুলাই) সকালে ওই কয়েদির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

নবী হোসেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ বলেন, ১৯ জুলাই সারা দেশে ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটে। বিকেলে তিনি সুকৌশলে কারাগার থেকে পালিয়ে হেঁটে ইটাখোলা বাসস্ট্যান্ডে আসেন। পরে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ভৈরবের নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন।

তিনি বলেন, ২০০৮ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনা ঘটে। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ৮২৬ কয়েদির মধ্যে একজন নবী হোসেন। গ্রেপ্তার আসামিকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার