প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী
বরিশালের মুলাদীতে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলছাত্রীর চাচা। এর আগে, শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে এলাকার আলহাজ গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে এক শিক্ষকের কাছে সে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রাইভেট পড়ত। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল সাড়ে ৮টায় মেয়ে বাড়ি না ফেরায় শিক্ষকের কাছে ফোন দেন। ওই সময় শিক্ষক জানান, তার মেয়ে ওইদিন প্রাইভেট পড়তে যায়নি। পরে এলাকার সহপাঠীর কাছে খোঁজ নিয়ে অপহরণের বিষয়টি জানতে পারেন।
তিনি আরও বলেন, অপহরণের পরে ইলিয়াসের মা ও ফুফু শনিবার সকালে আমাদের বাড়িতে এসে এ বিষয়ে থানা-পুলিশ না করার হুমকি দিয়েছেন। আইনের আশ্রয় নিলে তারা আমাদের এলাকা ছাড়া করবেন বলে জানিয়েছেন।
ইলিয়াসের বাবা আক্কাস আলী বলেন, স্কুলছাত্রী আমার ছেলেকে ফুঁসলিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের সন্ধান চলছে।
মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, বিষয়টি তদন্ত করে স্কুলছাত্রীকে উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন