• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ২০:৪৪
পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা (৭৫)।

স্থানীয়রা জানান, দুপুরে তামিম দুই বন্ধুসহ উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে গোসল করতে নামে। তিনজনের কেউ সাঁতার না জানলেও তারা পাড় ঘেঁষে অল্প পানিতে গোসল করেন। একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যেতে শুরু করেন। এ সময় দুই বন্ধু কোনোমতে উঠতে পারলেও তলিয়ে যান তামিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ভোরে বোদা উপজেলায় কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা নামে এক বৃদ্ধা বাড়ির পাশের পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন। তাকেও উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি রঞ্জু আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হক।

তারা জানান, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা 
ফের যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস
পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে