• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বসতঘরে ৪ জনের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১১:১৪
বসতঘরে ৪ জনের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে উদ্ধার হওয়া ২ সন্তানসহ এক দম্পতির মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবরে তাদের সমাহিত করা হয়েছে বলে জানা যায়। রোববার সন্ধ্যায় তাদের মরদেহ নবীনগর পৌর এলাকার ইমাম বাড়ি কবরস্থানে দাফন করা হয়।

দাফন সম্পন্ন হওয়া চারজন হলেন- সোহাগ মিয়া (৩৫), তার স্ত্রী জান্নাতুল ইসলাম (২৫), তাদের দুই শিশুসন্তান ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।

সোমবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, রোববার সকালে পৌর এলাকার বিজয়পাড়ার বসতঘর থেকে ২ সন্তানসহ এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের মরদেহগুলো পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাদের মরদেহ বাড়ি নিয়ে আসা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। শনিবার দিনগত রাতে খাওয়াদাওয়া শেষে স্ত্রী ও দুই সন্তান নিয়ে স্বাভাবিকভাবে ঘুমাতে যান। রোববার সকালে তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভেতরে তাদের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকা
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত: রুমিন 
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ