• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘আন্দোলনে অছাত্রদের প্রবেশে হতাহতের সংখ্যা বেড়েছে’

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১৩:২৩
‘আন্দোলনে অছাত্রদের প্রবেশে হতাহতের সংখ্যা বেড়েছে’
ছবি : সংগৃহীত

আন্দোলনে অছাত্ররা অংশ নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি এ তথ্য জানান তিনি।

সিএমপি উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে অছাত্রদের প্রবেশের পরই হতাহতের সংখ্যা বেড়েছে। আর দুর্বৃত্তরা আন্দোলনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিল। তাদেরকে চিহ্নিত করে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

এ দিকে জানা যায়, কয়েকদিন ধরে চলা সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেলে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম, এম ই এস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী কুমিল্লার মো. ফারুক।

চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই মারা যান বাসের শ্রমিক আবদুল মজিদ। তিনি বহদ্দারহাটে ১৮ জুলাই দগ্ধ হন। একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সাবাজারের মহেশখালীর তানভীর ও সন্দ্বীপের সাইমুন। এছাড়া ওই ঘটনায় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

এ বিষয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর ঘটনার সময় মারা গেছেন ৫ জন। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে ২০৩ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে: কর্নেল অলি
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামাল মজুমদারকে
নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষ মুখোমুখি, পাল্টাপাল্টি অভিযোগ