• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি জেলহাজতে

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ২০:৫২
চাঁদপুর
ছবি: আরটিভি

চাঁদপুর শহরের পুরানবাজারের আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজিব মাঝির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজের আদালতে সজিব আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সজিব মাঝি এই মামলায় হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিনে ছিলেন।

গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা নির্বাচনের পরবর্তী সহিংসতায় পুরানবাজারে নিতাইগঞ্জ ও মেরকাটিজ এলাকার দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান অটোরিকশাচালক আল আমিন। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হন।

এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলায় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজিব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
যে কারণে ৬ জনকে খুন করেন ইরফান, জানাল র‍্যাব