• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা: চিফ হুইপ

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ২২:২৩
জাতীয় সংসদের চিফ হুইপ
ছবি: সংগৃহীত

গণভবন দখল করা বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (২৯ জুলাই) সকালে মাদারীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগ কার্যালয়, পেট্রোল পাম্প, বাস ডিপো পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে আমাদের সরকারের সবারই দৃষ্টি ছিল। পরে জামায়াত-বিএনপি এটাকে অন্য রূপে নিয়ে এ নাশকতা করেছে। বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। গোয়েন্দা নজরদারির কারণে আমাদের প্রধানমন্ত্রীকে, গণভবনকে, আমাদের সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
হাসপাতাল থেকে নবজাতক চুরি
মাদারীপুরের শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেপ্তার 
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক