জমি নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা মান্নান সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে মনোয়ারা বেগমের বিরুদ্ধে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার জালুয়াভিটি এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত মান্নান সরকার (৯০) উপজেলার জালুয়াভিটি এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জালুয়া ভিটি এলাকার মান্নান সরকারের চার ঘরের সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে মান্নান সরকার তার দ্বিতীয় ঘরের সন্তানদের জমি বেশি দিয়েছে দাবি করে তৃতীয় ঘরের সন্তানরা আদালতে একটি মামলা করে।
এ নিয়ে দ্বিতীয় ঘরের স্ত্রী-সন্তানরা বাবা মান্নান সরকারের উপর ক্ষিপ্ত হন। পরে সোমবার বিকেলে বাবা মান্নান সরকারের সঙ্গে দ্বিতীয় ঘরের মেয়ে মনোয়ারা ও তার ছেলের কথা কাটাকাটিসহ ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বাবা মান্নান সরকার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তৃতীয় ঘরের মেয়ে ও সন্তানদের অভিযোগ, দ্বিতীয় পক্ষের মেয়ে মনোয়ারা ও তার ছেলে মিলে বাবা মান্নান সরকারকে পিটিয়ে হত্যা করেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) সাইফুল আলম বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।
মন্তব্য করুন