• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘ওরা নামাজি আর মেধাবী ছেলেটাকে কেড়ে নিয়ে গেল’

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ০৪:৫২
ছবি : সংগৃহীত

‘বারবার বললাম বাবা বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। আসলি না। ওরা তোকে কেড়ে নিয়ে গেল। আসিফ পাঁচ ওয়াক্ত নামাজি আর মেধাবী ছেলে, ওরা ছেলেটাকে কেড়ে নিয়ে গেল।’

সোমবার (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত আসিফ হাসানের মা শিরিন বেগম কাঁদতে কাঁদতে এসব কথা বলেন।

এদিন সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে গ্রামে আসিফ হাসানের বাড়িতে যেয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। বারবার মূর্ছা যাচ্ছেন আসিফের মা। শোকস্তব্ধ বাবা।

জানা গেছে, মাছের ঘের ব্যবসায়ী মাহমুদ আলী গাজি ২০১৪ সালে ১১ বছর বয়সে আসিফের মা মারা গেলে শিরিনা বেগমকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন। এরপর থেকে শিরিনা বেগম আদর স্নেহে বড় করে তোলেন দুই জমজ ভাই আসিফ হাসান ও রাকিব হাসানকে। আসিফ রাজধানীর নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর রাকিব সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কোটা আন্দোলনের সংঘর্ষে গুলিতে নিহত হন আসিফ হাসান।

আসিফের ভাই রাকিব বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রশাসন সবসময় আমাদের পাশে রয়েছে। আমাদের পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতাও পেয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ আমাদের খোঁজখবর নিচ্ছেন।’

উপজেলা চেয়ারম্যান আলহাজ আল ফেরদৌস আলফা বলেন, ‘আসিফের মৃত্যুতে প্রধানমন্ত্রী আসিফের পরিবারকে নগদ অর্থ দিয়েছেন, দিয়েছেন ডিপোজিট অর্থ।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিউলিপের পদত্যাগে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 
লেবাননের নতুন প্রধানমন্ত্রী আইসিজের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার