• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, সমন্বয়কদের মুক্তি দাবি

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৩:৩৭
খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

পুলিশের বাধা উপেক্ষা করে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে পুরো চত্বরে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের সমন্বয়কদের মুক্তি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, তারা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।

এ দিকে ছাত্র আন্দোলনের যেকোনো প্রকার সহিংসতা প্রতিরোধ করতে ব্যাপক সংখ্যক পুলিশের পাশাপাশি শিববাড়ি মোড় এলাকায় বিজিবিকেও অবস্থান করতে দেখা যায়।

শিক্ষার্থীদের অবস্থানের ফলে শিববাড়ি মোড়ের আশপাশ এলাকার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে এলাকার সকল দোকান বন্ধ হয়ে গেছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় পুলিশ কর্মকর্তাসহ সাবেক ২ এমপির বিরুদ্ধে মামলা
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
দাকোপে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু