• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় ইয়াছিন হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ২০:২২
আদালত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে ইয়াছিন মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেলিম মিয়াকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রায়ের সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদণ্ডিত আসামি সেলিম মিয়া (৪৭) হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট নুরুল ইসলাম বলেন, পরকিয়ার প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা।

তিনি বলেন, নিহতের খালাতো ভাইয়ের স্ত্রী মোসা. জেসমিন আক্তারের (৩৭) সঙ্গে আসামি মো. শাহজাহান মিয়ার পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আসামিরা পরস্পর যোগসাজশে ২০২০ সালের ১৮ মে দিবাগত রাত সোয়া ৯টায় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ী ফেরার সময় পথরোধ করে ইয়াছিন মিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দৌড়ে পালিয়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু