• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

খড়ের স্তূপ সরাতেই মিলল আগ্নেয়াস্ত্র

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১০:৩৮
খড়ের স্তূপ সরাতেই মিলল আগ্নেয়াস্ত্র
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরের খড়ের স্তূপের ভেতর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন।

স্থানীয়রা জানান, গোয়ালঘরটির মালিক ইউসুফ মুন্সি তার গরুকে খাওয়ানোর জন্য খড়ের স্তূপ থেকে খড়কুটো আনতে গেলে অস্ত্রটি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইফেল।

এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন বলেন, একটি গোয়াল ঘরের খড়ের স্তূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
জেল থেকে ছাড়া পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর