• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যে কারণে কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১২:১১
যে কারণে কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে ঢাকার বনশ্রীতে নিহত হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওসি মাসুদ পারভেজ ভূঁইয়া। তাকে দাফনের ৯ দিন পর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মাজেদুর রহমান।

তিনি বলেন, পিবিআইয়ের একটি টিম কবর থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশ কর্মকর্তা মাসুদ পারভেজের মরদেহ উত্তোলন করে। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিহত হন ওসি মাসুদ। এ ঘটনার একদিন পর গত ২০ জুলাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে ও নারায়ণগঞ্জ পিবিআইয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মেরিনা আক্তার বীণা বাদী হয়ে ঢাকা খিলগাঁও থানায় মামলা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত
জুলাই গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ