• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিশুকে শুইয়ে বারান্দায় এসেই গুলিতে নিহত সুমাইয়া

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৩:৩৫
সংগৃহীত ছবি

আড়াই মাসের ছোট্ট মেয়েটার ঘুম পাড়িয়ে সযতনে বিছানায় শুইয়ে ছয়তলা বাসার বারান্দায় এসে দাঁড়ালেন সুমাইয়া আক্তার। বাইরে রাস্তায় অস্থিরতা; আকাশে উড়ছে হেলিকপ্টার। হঠাৎ একটা শব্দ হলো, তারপরই মেঝেতে ঢলে পড়লেন সুমাইয়া। গত ২১ জুলাই বারান্দায় স্টিলের গ্রিল ভেদ করে গুলে এসে মাথায় লাগলে সেখানেই নিহত হন তিনি।

ওই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় নিহত হওয়া সুমাইয়ার পিছনে দাড়িয়ে এসব দেখেছিলেন তার মা আছমা বেগম।

বুধবার (৩১ জুলাই) কাঁদতে কাঁদতে আছমা বেগম বলেন, আমি প্রথমে ভেবেছিলাম মেয়ে হয়তো শারীরিক অসুস্থতার কারণে অচেতন হয়ে পড়েছে। কিন্তু আমার কলিজার টুকরা মেয়েকে ধরতেই দেখি মাথা থেকে রক্ত ঝরছে। মৃত্যুর আগে বিদায় বলে যাওয়া তো দূরে থাক, আর্তনাদও করতে পারেনি মেয়েটা।’

তিনি বলেন, ‘আমার মেয়ে আরেকটা মেয়ে রেখে গেছে। ওর শরীরে আমার মেয়ের গন্ধ খুঁজি। স্বামীরে হারাইয়া গ্রাম থেকে শহরে আইসিলাম ভাতের জন্য, সেই শহরে আমার মেয়ে গুলি খাইয়া মরলো। ঘরের ভিতরেও আমার মেয়েটা নিরাপদে থাকতে পারল না।

মেয়ে নিহতের ঘটনায় বিচার চান কি না এমন প্রশ্নে আছমা বেগম বলেন, ‘আমি কারও কাছে বিচার চাইনা। আল্লাহ দেখছে কী হইসে। কারও দয়াও আমার দরকার নাই। আমরা শুধু স্বাভাবিকভাবে চইলা ফিরা থাকতে চাই।’

নিহতের বড়বোনের স্বামী বিল্লাল হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ সুমাইয়াকে স্থানীয়দের সহযোগিতায় প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সড়কে সংঘর্ষের কারণে শেষে ওই রাতেই সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সুমাইয়াকে দাফন করে পরিবার।’

তিনি বলেন, ‘বাসায় ফিরে দেখি, বারান্দার গ্রিল ফুটো হয়ে আছে। গুলিও উদ্ধার করা হয়। এটা স্পষ্ট যে, ছোড়া গুলিতেই মারা গেছে সুমাইয়া।’

জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার সুমাইয়ার আড়াই বছর আগে বিয়ে হয়। স্বামী জাহিদ হোসেন কাজ করেন স্থানীয় একটি কারখানায়। চলতি বছরের ১২ মে দুজনের সংসারে আগমন হয় মেয়ে সন্তানের। অসুস্থ মেয়ে ও নাতনিকে যত্নে রাখতে নিজের কাছে এনে রাখেন আছমা বেগম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন
যারাই ফ্যাসিবাদের পক্ষে তরুণরা তাদেরই বিপক্ষে: হাসনাত
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার