• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাল্টা অবস্থানে ছাত্রলীগ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৫:৩৬

ময়মনসিংহ নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু করে।

এ সময় জিরো পয়েন্টের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় কোটা সংস্কারের বিপক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা ছাত্রলীগের মিছিলটি সরিয়ে দেয়। পরে জিরো পয়েন্টে কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়ে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা একটি মিছিল বের করে কাচারি সড়ক হয়ে নগরীর টাউন হল মোড়ে গিয়ে ফের অবস্থান নিয়ে সমাবেশ করেন। পরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা টাউন হল মোড় থেকে সরে যায়।

এর আগে, বেলা ১১টা থেকেই বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে শুরু করেন। একই সঙ্গে সকাল থেকেই শিক্ষার্থীদের এ কর্মসূচিকে ঘিরে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, ডিবি ও আনসার সদস্যদের উপস্থিতি ছিল বেশি।

সমাবেশে কোটা আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে শহীদ ভাইদের মতো আমরাও জীবন দিতে প্রস্তুত।

এ সময় অপর সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীতে শহীদ শিক্ষার্থী রোদোয়ান হোসেন সাগরের খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। সরকার যদি শিক্ষার্থীদের গণহত্যা চালিয়ে আন্দোলন দমন করতে চায়, তাহলে আমরাও সেই গণহত্যায় শরিক হতে চাই।

কর্মসূচিতে শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্যানেলের রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আন্দোলনকারীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

এ দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির কারণে নগরীর কাচারি মোড়, টাউল হল, নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি
বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...
বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান