• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কোমরের বেল্ট থেকে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৯:২৮
ছবি : আরটিভি

চোরাচালানের সময় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। এ সময় আটক করা হয়েছে দুই চোরাকারবারিকে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের রহেল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম (৪৬) ও ইউসুফ আলীর ছেলে ইস্রাফিল হোসেন (৩৬)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়া রেলক্রসিংয়ের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি ধাওয়া করা হয়। মোটরসাইকেলটি দর্শনা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। তখন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রেজাউল ও ইস্রাফিলকে আটক করা হয়। তাদের মধ্যে রেজাউলের দেহ তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় চারটি স্বর্ণের বার।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, উদ্ধারকৃত চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ
একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা