• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৩:৪৬
বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাতে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম বিষয়‌টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কিশোর রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত সোমবার (২৯ জুলাই) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর শি‌শু‌টিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ির অদূরে এক‌টি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ ক‌রে। পরে শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে ৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান জানান, অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া ওই শিশুটির ডাক্তারি প‌রীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা