পানি ভর্তি বালতি নিয়ে খেলা করার সময় বালতির পানিতে ডুবে আকিবুর নামে ১৫ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে।
মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে শিশু আকিবুর খেলা করতে গিয়ে তাদের বাড়ির পিছনে টিউবওয়েল পাশে যায় এবং একপর্যায়ে টিউবওয়েল পাশে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়।
পার্শ্ববর্তী এক যুবক বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের চিকিৎসার জন্য নিয়ে আসে। এসময় চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনর্চাজ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।