• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫ পেট্রোল বোমা    

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৬:২০
ছবি : আরটিভি

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক। এর আগে, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

ওসি মো. ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে দুটি দলের স্লোগান দিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহতদের হাসপাতাল গেটে পুনরায় পিটিয়েছে সন্ত্রাসীরা
পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কোম্পানীগঞ্জে আ.লীগ কর্মীর নেতৃত্বে হামলা, আহত ৭