• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় গানে গানে নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা 

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ২৩:১৪
ছবি : সংগৃহীত

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় স্কুলটির অর্ধশত শিক্ষার্থী জড়ো হন।

এই সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পরিবেশন করে।

এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং–তুলি, পোস্টার পেপার দেখা যায়। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো বাধা দেননি।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
আল্টিমেটাম দিয়ে শাহবাগের সড়ক ছাড়লেন চিকিৎসকরা
অবস্থান কর্মসূচি তুলে নিলো ইনকিলাব মঞ্চ
বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে