ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ , ০৮:৫৬ এএম


loading/img
ছবি : আরটিভি

ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |