• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১০:০১
ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার নারহট্ট সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম শান্তনা বেগম (২৪)। তিনি লোহাজাল গ্রামের সাহেব আলীর মেয়ে এবং তার স্বামী হাতেম আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাবনার সাঁথিয়ায় একটি হ্যাচারিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী তার এলাকার বেশ কিছু ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন। বুধবার পাবনা থেকে বাড়িতে আসেন হাতেম আলী। ঘটনার রাতে ঋণ সংক্রান্ত বিষয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতেম আলী তার স্ত্রীকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন।

পরে তার মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শান্তনাকে হত্যা করে। পরে ভোর রাতে হাতেম আলী কাহালু থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার বিষয়টি জানায়। এরপর পুলিশ তাকে আটক করে এবং শান্তনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, স্ত্রীকে হত্যার পর হাতেম আলী নিজেই থানায় এসে বিষয়টি আমাদের জানান। এ ঘটনায় নিহতের বাবা সাহেব আলী বাদী হয়ে থানায় মামলা করছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
অবিলম্বে ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: মির্জা ফখরুল