• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১১:২৭
ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর টিটিসি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের হেলপার কুষ্টিয়ায় মিরপুরের শাকিব (২৩) ও যাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুরের বিএম নাজিমুদ্দিন (৫০) ও ঘটনাস্থলে নিহত অজ্ঞাত (২৫) যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী লোকাল আমানত শাহ নামের একটি বাস সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর টিটিসি ভবনের সামনে এলে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয় ৫-৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালক ও হেলপাররা পলাতক রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, গ্রেপ্তার ৪
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর
রাজবাড়ীর সাবেক পৌর মেয়রের জামিন নামঞ্জুর
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার