• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

গৃহবধূর আত্মহত্যা, স্বামী-দেবর আটক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৫:০৭
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের ওই গৃহবধূর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল প্যাদাকে (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল রাতে স্বামী ইব্রাহিমের সঙ্গে গৃহবধূ সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর এবং মানসিক নির্যাতন করেন। পরে সুমি তার স্বামীর ঘরের পাশের কক্ষে গিয়ে ফানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও সুমীকে ইব্রাহিম বেশ কয়েকবার মারধর করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...