ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ছেলের জন্য পাত্রী দেখতে এসে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ , ০৪:৪৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

ছেলের জন্য ঢাকা থেকে গ্রামে মেয়ে দেখতে এসে শরীয়তপুরের গোসেরহাটের কোদালপুর নদীতে ১০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।

বিজ্ঞাপন

নিহত দুজনের নাম সাহানা (৪৫) ও ডলি (২৮)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

ওসি পুষ্পেন দেবনাথ বলেন, পুরান ঢাকার ধোলাইখাল নারিন্দা থেকে কোদালপুর আত্মীয়ের বাড়িতে আসেন তারা। এরপর আজ সকালে কোদালপুর থেকে ছেলের জন্য পাত্রী দেখতে ট্রলারযোগে মাঝেরচর রওনা হোন তারা। মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় ট্রলারটি অতিরিক্ত ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়াও তিনজন আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তিন যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |