• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নরসিংদীতে গণমিছিলে বাধা, ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৮:১২
নরসিংদীতে গণমিছিলে বাধা, ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত
ছবি : সংগৃহীত

গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার ও আটকদের মুক্তিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবি পূরণে নরসিংদীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে নরসিংদীর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানান, শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের লাঠিপেটাসহ কিল ঘুষি মারতে শুরু করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোহরদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা
নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার