• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

নরসিংদীতে গণমিছিলে বাধা, ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৮:১২
নরসিংদীতে গণমিছিলে বাধা, ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত
ছবি : সংগৃহীত

গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার ও আটকদের মুক্তিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবি পূরণে নরসিংদীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে নরসিংদীর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানান, শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের লাঠিপেটাসহ কিল ঘুষি মারতে শুরু করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
নার্সদের নিয়ে কটূক্তি, মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 
অন্তর্বর্তী সরকারকে সংস্কারে যৌক্তিক সময় দেওয়া হবে: মঈন খান
নরসিংদীতে ৬ বছরের শিশুকে হত্যা, একজনের যাবজ্জীবন