• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিলেটে সাংবাদিক গুলিবিদ্ধ

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৮:৫৯
সিলেটে সাংবাদিক গুলিবিদ্ধ
ছবি : সংগৃহীত

সিলেটে কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘দৈনিক কালবেলার’ সাংবাদিক মিঠু দাস জয় গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, মিঠু দাস জয় ৩টি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে মিছিলটি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে আবার সুরমা আসার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে সুরমা ও আখালিয়া এলাকায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

হামলার বিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী দাবি করেন, ‘আমাদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০ জনের অধিক আহত ও ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।’

এ দিকে আহত দৈনিক এশিয়ান এইজের ফটো সাংবাদিক বলেন, আমরা হাসপাতালের পাশ থেকে ভিডিও করার সময় পুলিশ হামলা চালায়। আমরা হাত দিয়ে বারবার পুলিশকে ইশারা করা সত্ত্বেও পুলিশ আমাদের দিকে রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে।

হামলার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, ‘রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তা ছাড়া আমরা ৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে সিলেটের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
ঘনকুয়াশায় ঢাকার ফ্লাইট নামবে চট্টগ্রাম-সিলেটে