• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

উত্তপ্ত ভোলা, পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৯:২২
উত্তপ্ত ভোলা, পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের দেশব্যাপী হত্যা, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভোলা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করে। দুই দিকে পুলিশ ও নৌবাহিনীর টহলের মধ্যে চলেছে তাদের বিক্ষোভ।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের বকুলতলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।

পরে কালিনাথ বাজার হয়ে সদর রোড আসার পথে দরগাহ রোড, খলিফাপট্টি জামে মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে তাদের সঙ্গে যোগ দেয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ নেওয়া মিছিলটি সদর রোড, কালিবাড়ির রোড়, ডিসি অফিস সড়ক ঘুরে সকরারি স্কুল মাঠের ইলিশ ফোয়ারার চত্বরে এসে অবস্থান নেয়।

সেখানে ঘণ্টাব্যাপী অবস্থানকালে আন্দোলনকারীরা সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন। তাদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

এদিকে শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলকায় পুলিশ মোতায়েন ছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী বাড়তি সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

একই সময়ে সদর রোডে টহল দিতে দেখা গেছে নৌবাহিনীর টহল টিমকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে নিখোঁজের দুদিন পর মিলল শিশুর মরদেহ 
লেবু বাগানে মিলল শিশুর মরদেহ
ভোলায় বয়লার বিস্ফোরণে নিহত ১
ভোলায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২