• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

চট্টগ্রামে ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ২২:৪১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন ঘিরে চট্টগ্রাম জেলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া ৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. শহীদুল ইসলামের আদালত তাদের জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন, লোহাগাড়া উপজেলার আব্দুল্লাহ মো. তাহিব, রাউজান উপজেলার মনিরুল ইসলাম আতিক, বাশখালী থানার মামলায় রেজাউল আজিম।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় প্রত্যেককে দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে আমার পাশাপাশি সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাকির হোসেন মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।

ইফতেখার সাইমুল চৌধুরী আরও বলেন, মহানগর বাদে বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার কোনো এইচএসসি পরীক্ষার্থী কারাগারে থাকলে তাদের স্বজনদের আমার কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করছি। তাদেরও জামিনের ক্ষেত্রে সহায়তা করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড
এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য
এইচএসসির বাতিল পরীক্ষার ফল যেভাবে
এইচএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড