• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশবক্স ভাঙচুর 

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ২২:৪৪

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে দামপাড়া ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দরকিল্লা থেকে বের হওয়া মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ ও পুলিশের সাজোয়া যান দেখে এ উত্তেজনা শুরু হয় বলে জানায় পুলিশ।

চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের সামনে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে মিছিল বের করেন তারা।

এর আগে নগরীর আন্দরকিল্লাহ এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। ওই সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা লুটের অভিযোগ
অনুমতি ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার 
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার