• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ২৩:৩৭
নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩
ছবি : আরটিভি

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালকসহ আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।

নিহত শিশুর নাম মো. হামজা (৭ মাস)। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাইমুড়ী বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে সিএনজিটি নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেলে চালক আব্দুর রহিমসহ (৩২) তিন সিএনজি আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর মা নাহিদ আক্তারসহ (৩২) গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রীসহ চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার