• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

লক্ষ্মীপুরে লাঠি হাতে আন্দোলনকারীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:০৭
লক্ষ্মীপুরে লাঠি হাতে আন্দোলনকারীদের বিক্ষোভ
ছবি : আরটিভি

৯ দফা দাবিতে লক্ষ্মীপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেন৷

সেখানে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান নেন তারা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। এ সময় পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নেন।

আন্দোলনকারীরা তাদের ওপর শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন।

এ ছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে সম্মাননা
লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা
লক্ষ্মীপুরে পিস্তলসহ এক যুবক আটক