• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পাবনায় ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

পাবনা  উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:৫১
পাবনায় ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল
ছবি : আরটিভি

পাবনায় কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শহরের সরকারি অ্যাডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হন।

পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরের সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে ভিজে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান, ন্যায়সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।

এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানায় জেলা পুলিশ।

তবে আজকের বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজকের আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
সাঁথিয়ায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা 
সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
ট্রলিচাপায় পুলিশ কনস্টেবল নিহত