• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিয়ের ১ মাসের মাথায় যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৮:২৩
বিয়ের ১ মাসের মাথায় যুবকের আত্মহত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের ১ মাস ৪ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন মো. সেলিম (২৮) নামে এক যুবক।

শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৪ নম্বর ওয়ার্ড) কেন্দু গুষ্টির বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।

বিষপানে মৃত্যু হওয়া সেলিম ওই এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস চারদিন আগে পার্শ্ববর্তী এলাকার এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন ওই যুবক। ঠিকঠাকভাবে চলছিল তাদের সংসার। এমনকি শুক্রবার জুমার নামাজের পর তার মায়ের সঙ্গে বিভিন্ন মাজার জিয়ারত করেন তিনি। ওইদিন রাতে সেলিম বাইরে বিষপান করে বাড়িতে আসলে তখন তিনি অসুস্থ বোধ করেন। তখন পরিবারের লোকজন বুঝতে পারেন তিনি বিষপান করেছেন। দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, পারিবারিক বিরোধ থেকে তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানের সিটের নিচে মিলল ২০ স্বর্ণের বার
চট্টগ্রামে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
দুর্নীতি দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে: বাণিজ্য উপদেষ্টা
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা