• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফরিদপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১০:৪৫
ফরিদপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথায় অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম ফাতেমা আক্তার (৬)।

শনিবার (৩ আগস্ট) যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. ফায়েজুর রহমান।

নিহত শিশু ফাতেমা আক্তার যদুনন্দী গ্রামের সাহেব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে শিশু ফাতেমা যদুনন্দী বাজার থেকে অটোরিকশায় করে বাড়ির সামনে এসে নামে। তখন পেছন থেকে অন্য একটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সালথা থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
পাওনা টাকা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা
ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা, নিহত ১
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১