• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১২:০০
ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
ছবি : আরটিভি

ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে। মুহুরি, সিলোনিয়া, কহুয়া নদীর ১৫টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় কমপক্ষে ৭০ থেকে ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি আছে। ৬৫ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) ফেনী পরশুরাম বাজারে পানি ঢুকে কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে হাটু পানি প্রবাহিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মানুষের দুর্ভোগর সীমা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় শুকনো খাবার দেওয়া হচ্ছে। পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টির কারণে নদীর ধারণ ক্ষমতার বাইরে পানির তীব্রতা বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে। তবে এখন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বৃষ্টি কমলে পানি প্রবাহ কমে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হবে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সরকারিভাবে বিশ লাখ টাকা নগদ ও ২০০ টন চালসহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা