• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ, আদালতসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১২:৩২
সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ, আদালতসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরটিভির ভিডিও জার্নালিস্টসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ব্যাপক ভাঙচুর করা হয়েছে সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে। হামলা চালানো হয়েছে জেলা জজ আদালতে।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে এ ঘটনাগুলো ঘটে।

সকালে জেলার সদর উপজেলার শিয়ালকোলে সড়কে অবস্থান নিয়ে এলজিইডি, জেলা পরিষদ ও বেসরকারি একটি শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পরে সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়।

বেলা ১১টার দিকে শহরের বাজার স্টেশনে অবস্থান নিয়ে পুলিশ বক্সে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। আদালত প্রাঙ্গনেও হামলা চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে আরটিভির ভিডিও জার্নালিস্টসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রনি
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’
‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’