যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের হোটেল জাবের ইন্টারন্যাশনাল ও তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
বিজ্ঞাপন
সোমবার (৫ আগস্ট) বিকেলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, এ সময় একজন আহত হয়েছেন। হোটেল জাবেরে আগুন দেওয়ার খবর পেয়ে হেলিকপ্টার দিয়ে সেখানে অবস্থানকারীদেরকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কাঠালতলাস্থ রাজনৈতিক কার্যালয়েও আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেলে সেখানে আগুন দেন আন্দোলনকারীরা।