• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৬
কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা
ছবি : আরটিভি

সেনাপ্রধানের বক্তব্যের পর সারাদেশের মতো কুড়িগ্রামেও আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় তাদের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসেন।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে পৌরবাজার ঘুরে শাপলা চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে এবং শাপলা চত্বরে জমায়েত হয়।

এ ছাড়াও খণ্ড খণ্ড মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে দেখা যায় আনন্দ উল্লাস করা সাধারণ শ্রেণি পেশার মানুষকে।

আনন্দ শোভাযাত্রা করার সময় আন্দোলনকারীরা আনন্দ উল্লাসের পাশাপাশি জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

এ দিকে সেনাবাহিনীর সদস্যগণ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে এবং মোড়ে মোড়ে টহল জোরদার করেছে। এ সময় আনন্দ উৎসবে মেতে ওঠা শিক্ষার্থী এবং অন্যান্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ভালো ফল আনবে না: ভারতীয় সেনাপ্রধান
ময়মনসিংহে সেনাবাহিনীর বাৎসরিক মহড়ায় সেনাপ্রধান, শীতবস্ত্র বিতরণ