• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

এমপি শফিকুলের পুড়ে যাওয়া বাড়িতে মিলল ৪ জনের মরদেহ

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৬:৩৩
এমপি শফিকুলের পুড়ে যাওয়া বাড়িতে মিলল ৪ জনের মরদেহ
ছবি : সংগৃহীত

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির ছাদে একটি, তৃতীয় তলার বেলকনিতে একটি ও দ্বিতীয় তলার একটি কক্ষে দুটি মরদেহ খুঁজে পাওয়া যায়।

নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান (১৭), তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন (১৯), বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন (২০) ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী (২০)।

নিহতদের মধ্যে আকিব এবার এসএসসি পাস করেছেন। তার বাবা দেলোয়ার হোসেন একই কলেজের অধ্যক্ষ এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

আকিবের মামা তুহিন করিম বলেন, সোমবার বিকেলে আকিব বাড়ি থেকে শহরে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে গিয়ে তিনতলার বেলকনিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এক নারী। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে সেটি আকিবের বলে শনাক্ত করেন। একপর্যায়ে বাড়ির ছাদে একটি, দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে আরও দুজনের পোড়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বলে মন্তব্য করেছেন নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। আপাতত তারা থানার বাইরে যেতে পারছেন না।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে মিলল ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি
নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গৃহবধূকে হত্যা করে গরু-ছাগল নিয়ে পালাল শ্বশুরবাড়ির লোকজন
নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার