চাঁদপুরে সড়কে কোনো ট্রাফিক নেই, নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
চাঁদপুরে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কার করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে কর্মসূচি।
এদিন সকাল থেকে চাঁদপুরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এ ছাড়াও সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক চাঁদপুর বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, শপথ চত্বর, কালিবাড়ির মোড়, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করছেন। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলাচলের অনুরোধ জানাচ্ছেন।
সোমবার সন্ধ্যার ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গনে বেলা ১১টায় জড়ো হন। তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।
মন্তব্য করুন