• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

চাঁদপুরে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের ১০০ নেতাকর্মীকে জামিনে মুক্তি

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১১:০৯
ছবি: সংগৃহীত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থী ও বিএনপি জামাতের ১০০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল ও অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১ জুলাই থেকে আটক সকল নেতাকর্মীকে সিনিয়র জেলা ও দায়রা মুহসিনুল হক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দিকের পৃথক আদালত তাদের এই জামিন মঞ্জুর করে। শুনানিতে অংশ নেয় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনূর রশীদ, অ্যাডভোকেট মাইনুল, অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশসহ অন্যান্য আইনজীবীরা।

এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত নেতাকর্মীদের চাঁদপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশ দেন। তিনি জানান, কোনো অবস্থাতেই যেন কোন নেতাকর্মী কারও সঙ্গে কোনো খারাপ আচরণ না করে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ সমাবেশ থেকে ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান
অবশেষে মমতার সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারীরা
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার
দাফনের ৫৮ দিন পর মিলনের মরদেহ উত্তোলন