• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠিয়েছে আখাউড়া ইমিগ্রেশন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০২৪, ১৩:০৭

নিষেধাজ্ঞা থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠিয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম। এর আগে, বিকেল ৪টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যেতে চেয়েছিলেন তিনি।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৪টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এ সময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।

উল্লেখ্য যে, শ্যামল দত্ত আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুদক কমিশনার জহুরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিল্পকলার লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে মানা