হিলি শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ০৩:৫৬ পিএম


হিলি শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) দুপুরে হিলির শহরের চারমাথা মোড়, হিলি বাজার, স্টেশন রোডসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার ও গাছ রোপন করতে দেখা যায় তাদের। এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

শিক্ষার্থীরা জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটা পরিষ্কারসহ শহরের নানান আবর্জনা পরিষ্কার করছেন তারা।

বিজ্ঞাপন

এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission