• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নওগাঁয় বিএনপি-জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মী কারামুক্ত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৬:৩২
ছবি : আরটিভি

নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনিসহ বিএনপি-জামায়াতের প্রায় দেড় শ’ নেতাকর্মীরা কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন নেতাকর্মীরা। এ সময় কারাগারের বাইরে কয়েক হাজার নেতাকর্মী তাদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি জানান, দীর্ঘদিন পর স্বৈরশাসকের অত্যাচার নির্যাতন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছেন। দেশের সর্বস্তরের মানুষ এখন প্রাণ ফিরে পেয়েছেন। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এ মুক্তির মূল নায়ক ছাত্রদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি। তবে মুক্তির আনন্দ উদযাপন করতে গিয়ে নেতাকর্মীরা যাতে হামলা ভাঙচুর বা সম্পদ নষ্ট না করে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সনি। পরে হাজারও নেতাকর্মী নিয়ে শহরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের পরদিন সড়কে ঝরল যুবকের প্রাণ
রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
নওগাঁ জেলা আ.লীগ সভাপতি মালেকের জানাজা ও দাফন সম্পন্ন
নওগাঁয় ২ সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন