আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ০৫:০০ পিএম


আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান।

এ ছাড়া নিহতের পরিবারকে একলাখ টাকা নগদ ও তার পরিবারের পাশে সারাজীবন থাকার ঘোষণা দেন তিনি। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের আওতায় আনা হবে বলেও জানান জামায়াতের আমির।

বিজ্ঞাপন

এর আগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদরাসার মাঠে হেলিকপ্টার থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ। নয় ভাই বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে ছোট। ভাই-বোনদের মধ্যে আবু সাঈদ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে পা রাখেনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission